ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় বড়লেখায় ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান
তাহমীদ ইশাদ রিপন
২৯ অক্টোবর, ২০২৪, 6:23 PM
তাহমীদ ইশাদ রিপন
২৯ অক্টোবর, ২০২৪, 6:23 PM
ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় বড়লেখায় ইউএনও'র কাছে স্মারকলিপি প্রদান
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন
সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম. এম আতিকুর রহমান, শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, হারুনুর রশীদ, আব্দুল হক, হাজী রুহেল আহমদ, জুনাইদ আহমদ, তারেক মাহমুদ নাজিম, শামীম আহমদ, মীর শামীমুর রহমান, মোহাম্মদ মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাফিজ প্রমুখ।
ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম আহমদের উপর সন্ত্রাসী হামলায় ২৪ অক্টোবর বড়লেখা থানায় মামলা হয়েছে। এক সপ্তাহ অতিক্রম করেছে কিন্তু এখনও মাদক চক্রের হোতা সন্ত্রাসী ময়ুর আহমদসহ আসামি গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। স্মারকলিপি ও মতবিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
একই সাথে প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরও অনুলিপি প্রদান করা হয়েছে।