কুলাউড়ায় মাদ্রাসার প্রিন্সিপাল কে তালামীয কর্মীর প্রকাশ্যে হুমকি! প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
২২ মার্চ, ২০২৫, 3:28 PM

নিজস্ব প্রতিনিধি
২২ মার্চ, ২০২৫, 3:28 PM

কুলাউড়ায় মাদ্রাসার প্রিন্সিপাল কে তালামীয কর্মীর প্রকাশ্যে হুমকি! প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানকে তালামীযে ইসলামীর কর্মী কর্তৃক প্রকাশ্যে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা।
(১৯ মার্চ ১৮ রমাদান) রোজ বুধবার, বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদের ধূসর শেখ হাসিনার ছত্রছায়ায় বেড়ে ওঠা সিলেটের আঞ্চলিক সংগঠন আল ইসলাহ এর ছাত্র সংগঠন তালামীযে ইসলামি ভূকশিমইল ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আব্দুর রহিম আহমদ কর্তৃক গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও, হাবিবুর রহমানকে হুমকি প্রদান করে যে ২২ রমাদান আমরা মাদ্রাসায় ইফতার মাহফিল করব আপনি মাদ্রাসার গেইট এবং দরজা খুলে রাখবেন এবং চাবি আমাদের কাছে দেবেন যদি না করেন তাহলে দেখে নেব!
প্রিন্সিপাল তখন বলেন, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমাকে এভাবে হুমকি দেওয়ার জন্য তোমাকে কারা পাঠিয়েছে? উত্তর সে বলে মুরুব্বীরা পাঠিয়েছে অথচ কোন মুরুব্বির নাম উল্লেখ করেনি।
কিছু মুরব্বির সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এ ব্যাপারে তারা কেউ জানেন না। তারপর বিষয়টি জানাজানি হলেন এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। তারপর এর প্রতিবাদে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্যে হুমকিদাতা এবং আওয়ামী ফ্যাসিবাদের ধূসর তালামীয কর্মীকে দ্রুত সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য মানববন্ধন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু মুরুব্বি বলেন, আমাদের এলাকায় এরকম আগে কোনদিন ঘটেনি যারা এ মাদ্রাসার শিক্ষকতা করেছেন তারা সম্মানের সাথে শিক্ষকতা করেছেন। যারা এলাকা এভাবে প্রকাশ্যে একজন প্রিন্সিপাল কে হুমকি দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা দরকার।