কুলাউড়ায় পাষন্ড ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
বার্তা সম্পাদক
১৫ মে, ২০২২, 7:30 PM
বার্তা সম্পাদক
১৫ মে, ২০২২, 7:30 PM
কুলাউড়ায় পাষন্ড ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় পাষন্ড বখাটে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে শনিবার (১৪ মে) রাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর তসিদ আলী (৬৫) মারা যান। এ ঘটনায় বখাটে ছেলে রকিব হাসানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে মারধর করে তার বখাটে ছেলে রকিব হাসান। মারধরের ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে তার বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে চিকিৎসা করাতে চাইলে সেখানেও বখাটে ছেলে বাধা দেয়। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে শনিবার রাতে তসিদ আলী মারা যান।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রোববার (১৫ মে) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসানকে গ্রেপ্তার করে রোববার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।