কুলাউড়ায় ১৬ বছর বয়সী হাফেজের মৃত্যু
মনিরুল ইসলাম
২৭ জুন, ২০২২, 3:28 PM
মনিরুল ইসলাম
২৭ জুন, ২০২২, 3:28 PM
কুলাউড়ায় ১৬ বছর বয়সী হাফেজের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় বুকে ব্যথা নিয়ে সাব্বির আহমদ (১৬) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। হাফেজ সাব্বিরের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাব্বির উপজেলার ব্রাহ্মণবাজারের চকেরগ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। গত বছর ভাটেরার সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা থেকে সে হিফজ সম্পন্ন করে।
সাব্বিরের চাচাতো ভাই বশির আল ফেরদাউস জানান, সোমবার সকালে সাব্বির তার বাবার সাথে পারিবারিক কাজে ব্রাহ্মণবাজারের শ্রীপুর মাদ্রাসা বাজারে যায়। তখন হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মমতাজ খলিল মুন্নি বলেন, সাব্বির হাসপাতালে আসার পূর্বেই মারা গেছে। ধারণা করা যাচ্ছে, সাব্বির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, খবর পেয়ে হাসপাতালে যাই। সাব্বিরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।