গলাচিপায় এক যুগ পর বিএনপির সম্মেলন।
মোঃ মোস্তফা কামাল খাঁন
২৩ অক্টোবর, ২০২২, 12:25 AM
মোঃ মোস্তফা কামাল খাঁন
২৩ অক্টোবর, ২০২২, 12:25 AM
গলাচিপায় এক যুগ পর বিএনপির সম্মেলন।
পটুয়াখালী,প্রতিনধিঃ এক যুগের বেশি সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে ঐক্যবদ্ধভাবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটে গলাচিপা উপজেলার বিএনপির সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: ছত্তার হাওলাদার।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কালিকাপুর আয়শা সিদ্দিকা নুরানী মাদরাসা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়।
সম্মেলনে গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিশেষ অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও ছাত্র নেতা হাসান মামুন, সাবেক এমপি আলহাজ্ব মো: শাহজাহান খান, পটুয়াখালীর সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু মিয়া, জেলা সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, উপজেলা সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা আ: ছত্তার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো: জাহাঙ্গীর খান, মনিরুল ইসলাম লিটন, শিপলু খান, আবু জাফর ও যুবদলের নেতা মশিউর রহমান শাহীন প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন- পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জোড় দাবি জানান।
সম্মেলনে বিপুল পরিমাণ লোক সমাগম হওয়ায় মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।