জায়েদ-নিপুণ কেউ বসতে পারবেন না
০৬ মার্চ, ২০২২, 6:17 PM
NL24 News
০৬ মার্চ, ২০২২, 6:17 PM
জায়েদ-নিপুণ কেউ বসতে পারবেন না
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আগামী চার সপ্তাহের জন্য রায় স্থগিত করা হয়েছে বলে আজ রোববার বিকেলে জানিয়েছেন চেম্বার আদালতের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে, গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরদিন হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন নিপুণ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদনটি করেন।
আদালতে জায়েদ খানের পক্ষে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করীম ও নাহিদ সুলতানা যুথী। নিপুণ আক্তারের পক্ষে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।