জুড়ীতে ইউনিয়ন পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি
১৮ ডিসেম্বর, ২০২২, 12:24 AM
নিজস্ব প্রতিনিধি
১৮ ডিসেম্বর, ২০২২, 12:24 AM
জুড়ীতে ইউনিয়ন পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের কমিটি গঠন
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলার জায়ফরনগর ইউয়িন পরিষদের হলরুমে প্রতিনিধি সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য জাকির হোসেন মনিরের পরিচালনায় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমাম উদ্দীন হিফজুর।
এ সভায় উপজেলার সকল ইউপি সদস্যগণের উপস্থিতিতে সাগরনাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হারিছ উদ্দিন কে আহ্বায়ক ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকির হোসেন মনিরকে সদস্য সচিব করে উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ন আহবায়ক হলেন- মাসুক উদ্দিন (পূর্বজুড়ী), কামরুল ইসলাম (জায়ফরনগর), জয়নাল আবেদীন (পশ্চিমজুড়ী), এমদাদুল ইসলাম চৌধুরী মাসুম (গোয়ালবাড়ী), সানাউল ইসলাম চৌধুরী শাওন (সাগরনাল), আব্দুল রাজ্জাক (গোয়ালবাড়ী), স্বপন বিশ্বাস (পশ্চিমজুড়ী), লতিবুর রহমান রেজান (পূর্বজুড়ী), রোসনা বেগম ( জায়ফরনগর)।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন- শরফ উদ্দিন (সাগরনাল), জয়নাল আবেদীন (গোয়ালবাড়ী), ফয়জুল ইসলাম কালা (জায়ফরনগর), সৌরভ দে সরকার (পূর্বজুড়ী), মনিন্দ্র রুদ্র পাল মনা ( পশ্চিমজুড়ী), জসিম আহমেদ (পশ্চিমজুড়ী), সাকি বেগম (পশ্চিমজুড়ী), আসমা বেগম (সাগরনাল), পপি বেগম (গোয়ালবাড়ী), তাহমিনা বেগম (পূর্বজুড়ী)।