জুড়ীতে ইউপি সদস্যের উপর হামলা
নিজস্ব প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২২, 11:38 PM
নিজস্ব প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২২, 11:38 PM
জুড়ীতে ইউপি সদস্যের উপর হামলা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জব্বার (৩৮) দুষ্কৃতকারীদের হামলায় আহত হয়েছেন। ঘটনাটি বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় উপজেলার এমএ মুহিত আসুক চত্বরে ঘটেছে। হামলায় বেলাগাও গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র মোঃ ফুল মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীও আহত হয়েছেন।
আলাপকালে প্রত্যক্ষদর্শী নুর আক্কাস সহ অনেকেই জানান, ইউপি সদস্য আব্দুল জব্বারের উপর ৩/৪ জনের একটি দল হামলা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।