জুড়ীতে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত
মনিরুল ইসলাম
২৯ সেপ্টেম্বর, ২০২৪, 10:20 PM
মনিরুল ইসলাম
২৯ সেপ্টেম্বর, ২০২৪, 10:20 PM
জুড়ীতে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজারের জুড়ীতে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উন্মুক্ত সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জুড়ী শিশু পার্কে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন হেলালী।
উপজেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সিলেট ঝিংগাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, জামায়াতে ইসলামী ঢাকা শেরে বাংলা নগর থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল, সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, আরবি প্রভাষক মাওলানা শামছুল ইসলাম, জামায়াত নেতা সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা ফখর উদ্দিন পাঠান, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আমিরুল ইসলাম কাওসারি প্রমুখ।