জুড়ীতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মনিরুল ইসলাম
৩১ জুলাই, ২০২৩, 4:08 PM
মনিরুল ইসলাম
৩১ জুলাই, ২০২৩, 4:08 PM
জুড়ীতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মৌলভীবাজার জেলার জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার টি এন খানম সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদ হাসান, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন সূত্র ধর, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রায়, শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথ, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলমোহন দাশ, দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক উদ্দিন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি রানী দাশ, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী দাশ, পশ্চিমবড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ছইফ উদ্দিন, মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহকারী শিক্ষক ফখর উদ্দিন, বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শহীদ প্রমুখ।
ফাইনালে বালকদের খেলায় দক্ষিণ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শীলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের খেলায় পশ্চিম বটলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে সামস উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।