জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মনিরুল ইসলাম
০২ ডিসেম্বর, ২০২৩, 2:53 PM
মনিরুল ইসলাম
০২ ডিসেম্বর, ২০২৩, 2:53 PM
জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) উপজেলার নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টায় পরীক্ষা শেষ হয়।
প্রতিবছরের ন্যায় এবারেও জুড়ী উপজেলার ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ৩১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এ মেধাবৃত্তি পরীক্ষা। এ বছরে ষষ্ঠ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা লিয়াকত আলী খান, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোসাম্মদ ইসমত আরা বেগম, সাধারণ সম্পাদক সইফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অনিক, পরীক্ষা নিয়ন্ত্রক অজয় কুমার দে, সদস্য তাজ উদ্দিন, মরহুম আব্দুল আজিম মাষ্টারের বড় ছেলে আব্দুল মুহিত ফয়ছল, এডভোকেট হারুনুর রশিদ, সদস্য মোঃ ফজলুল মোহাইমিন প্রমুখ। মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা সার্বিক তত্বাবধান করেন এ বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আব্দুল বাছিত মামুন।
মরহুম আব্দুল আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোসাম্মদ ইসমত আরা বেগম ও সাধারণ সম্পাদক সইফ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ বারের মত এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।