জুড়ীতে রব আতঙ্কে এলাকাবাসী: জেল থেকে বের হয়ে দিচ্ছেন হুমকি
নিজস্ব প্রতিনিধি
২২ মার্চ, ২০২৪, 4:33 PM
নিজস্ব প্রতিনিধি
২২ মার্চ, ২০২৪, 4:33 PM
জুড়ীতে রব আতঙ্কে এলাকাবাসী: জেল থেকে বের হয়ে দিচ্ছেন হুমকি
মৌলভীবাজার জেলার জুড়ীতে রব আতঙ্ক বিরাজ করছে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে। আব্দুর রব (৪৫) একই গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে। তার বিরুদ্ধে আদালত সহ থানায় রয়েছে একাধিক মামলা। এসব মামলায় জেলেও খেটেছেন বেশ কয়েকবার। সম্প্রতি হাসান আহমেদ নামে এক কৃষককে হত্যার উদ্দেশ্যে হামলা করে রব। এ হামলার ঘটনায় থানায় মামলা হলে সে দীর্ঘ একমাস জেল খেটে গত ১২ মার্চ জামিনে বের হন। জামিনে বের হয়ে ইতিমধ্যে মামলার বাদীকে আবারো প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে নাশকতার মামলায় ( ননজিআর ২৪৮/২১) পুলিশ তাকে গ্রেফতার করে। বিগত ২০০৯ সালে নৌকা চুরির মামলায় থানায় মামলা হলে এসআই মুক্তাদির অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ২০২০ সালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে তার বিরুদ্ধে পিটিশন মামলা (নং- ১৪/২০২০) দায়ের করেন একই গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে আরশ আলী। গত ৭ ফেব্রুয়ারি বেলাগাঁও গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে হাসান আহমদকে হত্যার উদ্দেশ্যে হাকালুকি হাওরে হামলা করে। এ ঘটনায় জুড়ী থানায় (১৩ ফেব্রুয়ারি) ৩৪১/৩২৩/৩০৭/৩২৫/৫০৬ ধারায় মামলা হলে (মামলা নং -০৯, তারিখ ১৩.০২.২০২৪) এসআই ওবায়েদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম আব্দুর রবকে গ্রেফতার করে (১৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এ মামলায় দীর্ঘ এক মাস জেল খেটে গত ১২ মার্চ আব্দুর রব জামিন পান। জামিনে বের হয়ে ইতিমধ্যে মামলার বাদীকে আবারো প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এছাড়া প্রাণনাশের হুমকির ঘটনায় হাসান আহমেদ নির্বাহী আদালত মৌলভীবাজারে আরও একটি পিটিশন ২৭/২০২৪ মামলা দায়ের করেন। এছাড়া হাকালুকি হাওরের সরকারি বিল ও নদী থেকে মাছ লোটের ঘটনায় একটি অভিযোগের ভিত্তিতে গত ২৩-০১-২০২৩ ইং থানার এসআই মোঃ মহসিন তালুকদার তদন্ত করে তার বিরুদ্ধে মৌলভীবাজার পুলিশ সুপার বরাবর একটি প্রতিবেদন দাখিল করে। উপজেলার ভোগতেরা গ্রামের আব্দুল হান্নান মিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মৌলভীবাজারে ৩৯/২০২০ পিটিশন মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর বাদীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি থানায় জিডি ( নং ১৩৩১, তারিখ- ৩১-০৮-২০২০) করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেলাগাঁও গ্রামের অনেকে জানান, আব্দুর রব পুলিশের পোশাক পড়ে নিরীহ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করে। তার কথামতো টাকা না দিলে সে নিরীহ মানুষের উপর নির্যাতন চালায়। এছাড়া এলাকার শত শত মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে হরহামেশা।
আব্দুর রবের হামলায় আহত হাসান আহমেদ বলেন, রবের হামলায় আমার জীবন এখন সঙ্কটাপন্ন। তার ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না এবং হাওরে কৃষি জমিতে কাজ করতে যেতেও পারছি না। মামলায় জামিনের পর আমাকে আবারো প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে।
রবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আব্দুল হান্নান বলেন, ইতিমধ্যে প্রকাশ্যে সে আমার উপর কয়েকবার হামলা করেছে। তার হামলার ভয়ে আমি সবসময় আতঙ্কে থাকি। সে হাকালুকি হাওরে আমার কৃষি জমি দখলের পাঁয়তারা করছে।
মামলার বিষয়টি স্বীকার করে অভিযোগের বিষয়ে মুঠোফোনে আলাপকালে আব্দুর রব জানান, আমি কাউকে হুমকি দেইনি।
এব্যাপারে আলাপ কালে থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।