জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা
আদনান চৌধুরী
১৯ সেপ্টেম্বর, ২০২২, 11:32 AM
আদনান চৌধুরী
১৯ সেপ্টেম্বর, ২০২২, 11:32 AM
জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জাতীয় শিক্ষা পদক ২০২২ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কাব শিক্ষক নির্বাচিত করা হয়েছে। জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া এই তথ্য নিশ্চিত করেন।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কাশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী রানী দেবনাথ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফখর উদ্দিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন দক্ষিণ জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জহুরা ইয়াসমিন, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন।
এছাড়া শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।