জুড়ীতে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
আদনান চৌধুরী
০৮ এপ্রিল, ২০২৪, 1:13 AM
আদনান চৌধুরী
০৮ এপ্রিল, ২০২৪, 1:13 AM
জুড়ীতে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুল কিরাত মোহাম্মদীয়া (সাঃ) বাংলাদেশ উদ্যোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাঙ্গিরাই দাখিল মাদ্রাসায় মাসব্যাপী কিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় জুড়ী উপজেলার জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে মাওলানা ডা: ফখর উদ্দিনের সঞ্চালনায় জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান আজিজি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ'পি সদস্য আব্দুল জব্বার, সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, হাজী নুরু মিয়া, মুস্তফা মিয়া, কাওসার রহমান পাপন,আরিফুল ইসলাম, দারুল কিরাত মোহাম্মদীয়া (সাঃ) বাংলাদেশের সহসভাপতি ও মাদ্রাসার শাখার নাজিম মাও আশিকুর রহমান, কেন্দ্র কমিটির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ফখরুল ইসলাম, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার শাখার ক্বারী সেলিম আহমেদ, ক্বারী নজরুল ইসলাম, ক্বারী শাহিদা আক্তার, ক্বারী রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে যদি কোনো প্রতিযোগিতার ভাব না থাকে, তাহলে শিক্ষায় তাদের আগ্রহ থাকে না। আমার বিশ্বাস যে আগামীতে প্রতিযোগীর সংখ্যা আরও বাড়বে।