জুড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
০৩ সেপ্টেম্বর, ২০২৩, 4:22 PM
NL24 News
০৩ সেপ্টেম্বর, ২০২৩, 4:22 PM
জুড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হারিস মোহাম্মদঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার ( ১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকরের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি সহ সভাপতি মোঃ লিয়াকত আলী, হাজী আব্দুল কাইয়িম ,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু,দপ্তর সম্পাদক মোঃ জইন উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম তোলা,পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ফাতির আলী, মোঃ মনির আলী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা,যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, আসাদুজ্জামান খান মোবারক, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম আলী, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জমির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমূখ। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার-গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সংগ্রামে লাখ লাখ নেতা কর্মীর জীবন দিয়ে হলেও বিএনপি রাজপথে থেকে দাবি আদায় করবে’। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। যদি তারা এক তরফা নির্বাচন করতে চায় তাহলে বিএনপির নেতা-কর্মীরা শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে।
দোয়া অনুষ্ঠানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।