জুড়ীর তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
মনিরুল ইসলাম
০৯ জুন, ২০২৩, 1:08 AM
মনিরুল ইসলাম
০৯ জুন, ২০২৩, 1:08 AM
জুড়ীর তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
মৌলভীবাজার জেলার জুড়ীতে তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অরবিন্দ চন্দ্র শীল, সহকারী শিক্ষক বেণু ভূষণ গোস্বামী ও নাজমা সুলতানা’কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮জুন) বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষক অরবিন্দ শীল হাড় ভাঙ্গা পরিশ্রম করে, বিনা বেতনে, নিজের পকেটের টাকা খরচ করে বিদ্যালয়টিকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। তাঁর এ অবদান এলাকাবাসী ভুলতে পারবে না।