তাহিরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত: ঘাতক গ্রেফতার
শওকত হাসান
২৬ মার্চ, ২০২৩, 7:13 PM
শওকত হাসান
২৬ মার্চ, ২০২৩, 7:13 PM
তাহিরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত: ঘাতক গ্রেফতার
সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জেড় ধরে ছোট ভাইয়ের লাটিপেটায় বড় ভাই নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম খুরশেদ আলম (৩৪)। তিনি উপজেলার বড়দল পুরানহাটি গ্রামের কনাই মেম্বারের ছেলে। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ নিহতের ছোট ভাই আশরাফুলকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, রবিবার দুপুর ১২টায় বড়দল পুরানহাটি গ্রামের খুরশেদ আলম ও আশরাফুল ইসলাম দুই ভাইয়ের মধ্যে মারামারি হলে ছোট ভাই আশরাফুলের লাটিপেটায় বড় ভাই খুরশেদ আলম আহত হয়।
আহত অবস্থায় খুরশেদ আলমকে স্বজনরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুপুর ১টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, খুরশেদ আলমকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ইসিজির প্রস্তুতি চলছিল এমন অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িত আশরাফুলকে তাৎক্ষণিক গ্রেফতার করেছে পুলিশ।