তাহিরপুরে মৃত গরু জবাই করে বিক্রির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
০২ সেপ্টেম্বর, ২০২৪, 7:29 PM
নিজস্ব প্রতিনিধি
০২ সেপ্টেম্বর, ২০২৪, 7:29 PM
তাহিরপুরে মৃত গরু জবাই করে বিক্রির অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ।। সুনামগঞ্জের তাহিরপুরে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলো, উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (নয়া হাটি) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ফজর আলীর ছেলে ফেরদৌস আলম ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে শামীম মিয়া।
রোববার (১সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের জয়নগর গ্রামের ব্রীজের নিচে এমন ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোনা সৃষ্টি হয় এবং সোশাল মিডিয়ায় কসাইদের শাস্তির দাবিতে পোস্ট করতে দেখা যায়।
বীরনগর গ্রামের আল আমিন ও মহিবুর রহমানসহ স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে কসাই ফেরদৌস ও শামীম তাহিরপুর বাজারে সাদা ও কালো রঙের একটি অসুস্থ (প্রায়মৃত) গরু জবাই দেয়ার উদ্দেশ্য নিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান গরুটি জবাই দেয়ার অনুপযুক্ত হওয়ায় গরুটি ফেরত নিয়ে যেতে বলে এবং বাজার থেকে তাড়িয়ে দেয়। পরে তারা গরুটি ভ্যানগাড়িতে করে জয়নগর গ্রামের ব্রীজের নিচে নিয়ে যায়। এমন সময় গরুটি মারা যায়। পরবর্তীতে তারা অধিক লাভের আশায় রোববার ভোর রাতে মৃত গরুটি জবাই করে সদর ইউনিয়নের জয়নগর ও বীরনগর গ্রাম সহ আশপাশের গ্রামে ২৪০কেজি মাংস বিক্রি করে। অসুস্থ ও মৃত গরুর মাংস বিক্রির বিষয়টি এলাকাবাসী জানতে পারলে ঘটনাস্থলে থেকে ফেরদৌস ও শামীম পালিয়ে যায়।
এবিষয়ে তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান বলেন, দুই কসাই রাতে গুরুতর অসুস্থ একটি গরু জবাই করতে বাজারে নিয়ে আসে। পরে বিষয়টি জানতে পেরে জবাইয়ের অনুপযুক্ত গরুটি জাবাই দিতে বাধা দেই। এবং তাদেরকে গরুটি ফেরত নিয়ে যেতে বলি। ভবিষ্যতে যেন এমন কাজ না করে হুশিয়ারী দিয়ে বাজার থেকে বের করে দেই। পরে সকালে জানতে পারি জয়নগর গ্রামে গরুটি জবাই করে বিক্রি করেছে তারা।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, স্থানীয় সাংবাদিক মারফত বিষয়টি জানতে পারলাম। কেউ লিখিত অভিযোগ করনি। তবে বাজার কমিটির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।