তাহিরপুরে ২০ বছর ধরে বন্ধ প্রাথমীক বিদ্যালয়
শওকত হাসান
০৪ জানুয়ারি, ২০২৩, 10:38 AM
শওকত হাসান
০৪ জানুয়ারি, ২০২৩, 10:38 AM
তাহিরপুরে ২০ বছর ধরে বন্ধ প্রাথমীক বিদ্যালয়
২০ বছর ধরে বন্ধ হয়ে আছে তাহিরপুর উপজেলার বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমীক বিদ্যালয়। জরাজীর্ণ অবস্থায় বিদ্যালয়ের ভবনটি থাকলেও নেই শিক্ষক, ছাত্রছাত্রী ও আসবাবপত্র।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের এই বিদ্যালয়টি ১৯৯২ সালে স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি ভবন নির্মিত হয়। পূর্বে তিনজন শিক্ষক পাঠদান করলেও ২০০২ সাল থেকে বিদ্যায়টি একেবারে বন্ধ হয়ে যায়। এখন শুধু বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
বিদ্যালয়টি বন্ধ থাকায় বানিয়াগাঁও বালিয়াঘাটার শিশুদের পার্শবর্তী তেলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে হয়। তা ছাড়া শিশুরা দূরের স্কুলে যেতে চায়না ফলে ঝরে পড়া শিশুর সংখ্যা বাড়ছে। বানিয়াগাঁও বালিয়াঘাটার শিশুদের তেলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যাওয়ায় এ বিদ্যালয়ে পরিমাণের চেয়ে বেশি শিশুকে লেখাপড়া করতে হয়।
এলাকার অভিভাবকদের দাবি বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টি চালু হলে শিশুদের কষ্ট করে দূরের স্কুলে যেতে হবেনা। এবং এলাকায় ঝরে পড়া শিশুদের সংখ্যা কমে যাবে।
তেলিগাঁও গ্রামের বাসিন্দা সুজিত চন্দ্র পাল বলেন, বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ঐ সময়ে ৩ জন শিক্ষক দিয়ে পাঠদান চলতো। ২০০২ সালে এ বিদ্যালয়টি একেবারে বন্ধ হয় যায়।
তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টি চালু থাকলে ২০১৩ সালের ন্যায় দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের মতো এটিও জাতীয়করণ হয়ে যেতো।
তেলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুয়েব আহমদ বলেন, তার বিদ্যালয়ে সরকারী নিয়মানুযায়ী ৩০০ জন ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারে। বানিয়াগাঁও বালিয়াঘাটা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ থাকায় তেলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী রয়েছে ৪০০ জন ছাত্রছাত্রী রয়েছে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল বলেন, তাহিরপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভবন আছে অথচ ২০ বছর ধরে বিদ্যালয়টি বন্ধ রয়েছে এটা আসলেই দুঃখজনক বিষয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিদ্যালয়টি পুনরায় চালু করার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।