প্রতিদ্বন্দ্বী কে হেভিওয়েট আর কে লাইটওয়েট এটা বিষয় নয় : মল্লিক
২৬ ডিসেম্বর, ২০২৩, 2:01 AM
NL24 News
২৬ ডিসেম্বর, ২০২৩, 2:01 AM
প্রতিদ্বন্দ্বী কে হেভিওয়েট আর কে লাইটওয়েট এটা বিষয় নয় : মল্লিক
ওসমানীনগর প্রতিনিধি : সিলেট ২ আসনে তৃণমূল বিএনপি'র প্রার্থী আব্দুর রব মল্লিক বলেছেন যে কোন প্রার্থী যার যার ক্ষেত্রে সবাই সমান। আমি আমার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার প্রতিদ্বন্দ্বী কে হেভিওয়েট আর কে লাইটওয়েট এটা আমার কাছে বিষয় নয়। ওসমানীনগর বিশ্বনাথের মানুষ যদি আমাকে ভোটের মাধ্যমে জাতীয় সংসদে পাঠায়। তাহলে আমি আমার স্বাদ্ধ অনুযায়ী মানুষের সেবায় উন্নয়ন করব।
সোমবার সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় আমি রাত দিন সাধারণ মানুষের পাশে যাচ্ছি তাদের বুঝাচ্ছি দিন বদল করতে হলে সঠিক মানুষ বেছে নিতে হবে আর আমি সেই মানুষ হতে চাই যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে ন্যয় এর পক্ষে সোচ্চার থাকবে। আমি যে জায়গাতেই যাচ্ছি সেখানেই সাধারণ মানুষ আমাকে বরণ করে নিচ্ছে তারা আমাকে কথা দিয়েছে আমি যেন তাদের পাশে থাকি তাহলে তারাও আমার পাশে থাকবে, আমি আমার কথার কোন বরখেলাপ করবো না।