ফিরছেন ঐশ্বরিয়া
১৩ ডিসেম্বর, ২০২১, 11:19 AM
NL24 News
১৩ ডিসেম্বর, ২০২১, 11:19 AM
ফিরছেন ঐশ্বরিয়া
তাকে বলা হয় সর্বকালের সেরা মিস ওয়ার্ল্ড। তার সৌন্দর্যকে তুলনা করা হয় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে, সেই তর্কেও পক্ষের ভক্তরা জিতিয়ে দেন তাকে। বলছি ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা। অনবদ্য অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও তার নাম ছড়িয়ে আছে বিশ্বজোড়া। তবে এ গ্ল্যামারগার্ল দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। ভক্তরা লম্বা সময় ধরে অপেক্ষায় রয়েছেন প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। ফিরছেন ঐশ্বরিয়া। সম্প্রতি তিনি একটি আন্তর্জাতিক প্রকল্পে স্বাক্ষর করেছেন, যা হলিউডেও মুক্তি পাবে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাশের আসন্ন কাজটি ইন্দো-আমেরিকান। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘থ্রি উইমেন’ অবলম্বনে ছবিটি পরিচালনা করবেন ঈশিতা গাঙ্গুলি। এর মধ্য দিয়ে থিয়েটার লেখক ও ফিউশন গায়িকা ঈশিতা পরিচালকের খাতায় নাম লেখাবেন। তিনি বলেন, “বইয়ের নাম ‘থ্রি উইমেন’ হলেও আমরা নাম পরিবর্তন করেছি। আমাদের ছবির নাম ‘দ্য লেটার’। ঐশ্বরিয়া প্রধান চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি নির্মিত হবে কাদম্বরী দেবীর চিঠিকে কেন্দ্র করে, যিনি ছিলেন রবিঠাকুরের বউদি।’