বিএনপি জামায়াত নির্বাচনী ট্রেন মিস করছে- পরিবেশমন্ত্রী
মনিরুল ইসলাম
০৪ জানুয়ারি, ২০২৪, 4:09 PM
মনিরুল ইসলাম
০৪ জানুয়ারি, ২০২৪, 4:09 PM
বিএনপি জামায়াত নির্বাচনী ট্রেন মিস করছে- পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন - বিএনপি জামায়াত নির্বাচনী ট্রেন মিস করেছে। আগামীতে নির্বাচনের ট্রেনে উঠতে হলে বিএনপি জামায়াত কে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। তিনি বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার শিশু পার্কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ আসনের জুড়ীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি জামায়াত বিগত ২০১৪ সালের নির্বাচনে বাঁধা দিয়েছিল। জনগন তাদের বাঁধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এবারো তাদের বাঁধা জনগণ প্রত্যাখান করবে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাসের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জাকির হোসেন কালা, এডভোকেট আব্দুল খালিক, আধ্যাপক ডা: ফয়েজ আহমেদ, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম কাজল, আব্দুস সাত্তার, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কমল বোন্যার্জি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।
এছাড়াও উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন।