ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
ওসমানীনগরে আইএফআইসি গোয়ালাবাজার ব্রাঞ্চের কম্বল বিতরণ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম শীতবস্ত্র কোন প্রকার দয়া নয়, তারেক রহমানের উপহার' শ্রীমঙ্গলে- মহসিন মিয়া মধু

বিশ্বে সাড়া জাগানো ক্বারী সাইদ বিন জামিলকে মৌলভীবাজারে দাফন

#

মনিরুল ইসলাম

১২ জুলাই, ২০২২,  11:14 PM

news image

বিশ্বে সাড়া জাগানো ক্বারী দুবাইয়ের খরফাক্কান মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইদ বিন জামিলকে মৌলভীবাজারের জামেয়া রাহমানিয়া মাদরাসায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে হাফেজ মাওলানা সাইদ বিন জামিল এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর এলাকায় তারই প্রতিষ্ঠিত জামেয়া রাহমানিয়া মাদরাসায় তাকে দাফন করা হয়।


সাইদ বিন জামিল মৌলভীবাজার জেলার জামেয়া রাহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জামিল আহমদ আনসারীর বড় ছেলে। প্রখ্যাত ক্বারি হিসেবে তিনি মুসলিম বিশ্বে সমাদৃত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ ক্বারী হয়েছেন। মৃত্যুকালে স্ত্রী ও চার সন্তানসহ দেশ-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

জানাজার পূর্বে বক্তব্য রাখেন জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী। 

জানা যায়, দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। ক্যান্সার আক্রান্ত হয়ে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা শেষে, আরব আমিরাতের আল আইন আল তাওয়াম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ জুলাই রাত ২টা ১৫মিনিটে দুবাইয়ের আল আইন শহরে তিনি মৃত্যু বরণ করেন। মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে তার লাশ দেশে আনা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক জানিয়েছে।

ক্বারি হাফেজ সাইয়েদ বিন জামিল শারজাহর খোর ফাক্কান মসজিদ ছাড়াও রমজানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জামে মসজিদে তারাবি নামাজ পড়াতেন। শুদ্ধ ও মধুর তেলাওয়াতের কারণে রমজানে ইফতারের সময় দেশটির রেডিওতে তার কুরআন তেলাওয়াত প্রচার করা হতো। এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ