বিশ্ব পরিবেশ দিবসে জুড়ীতে এ.কে.এইচ ট্রাস্টের বৃক্ষরোপণ
১০ জুন, ২০২৪, 7:20 PM
NL24 News
১০ জুন, ২০২৪, 7:20 PM
বিশ্ব পরিবেশ দিবসে জুড়ীতে এ.কে.এইচ ট্রাস্টের বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাজ্যভিত্তিক সংগঠন এ.কে.এইচ ট্রাস্টের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে
মৌলভীবাজারের জুড়ীতে দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। ট্রাস্টের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা বুধবার (৫ জুন) এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।
ট্রাস্টের ফাউন্ডার ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী
ইকবাল হোসেনের অর্থায়নে ট্রাস্টের স্বেচ্ছাসেবকদের সহায়তায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদের সভাপতিত্বে ও মাছুম আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া। সভায় বক্তারা বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে জলবায়ুর ভারসাম্য ও পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় কলেজ প্রাঙ্গণে কিছু বৃক্ষরোপণ করা হয়। পরে ট্রাস্টের স্বেচ্ছাসেবকরা কলেজ থেকে জুড়ী শহরের ক্লাব রোড পর্যন্ত রাস্তার দুই ধারে সব মিলিয়ে দুই শতাধিক বৃক্ষরোপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, রোভার গ্রুপ সম্পাদক বরুণ চন্দ্র দাশ, এ.কে. এইচ ট্রাস্টের ম্যানেজার ও এনটিভি ইউরোপের ক্যামেরাপার্সন
মোস্তাফিজুর রহমান, অপারেশন ম্যানেজার ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক কাজী আমজাদ হোসেন, সুপ্রিয়া সূত্রধর ঐশী, খোকন দে, মিঠুন দাশ, মৃদুল ঘোষ, মাজহার আলম সম্রাট, সন্দিপনা রায় শ্রাবণী, হিরো চৌধুরী, নিঝুম চৌধুরী, দৈনিক কালবেলা জুড়ী প্রতিনিধি আদনান চৌধুরী, আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা হৃদয় খান জয়, সাইফুল ইসলাম প্রমুখ।