ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

বড়লেখায় টানা চার বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত রাহেনা বেগম হাছনা

#

২৪ এপ্রিল, ২০২৪,  11:55 PM

news image

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ইতোমধ্যেই টানা চতুর্থবার মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। কারণ দল-মত নির্বিশেষে তিনি এই অঞ্চলের গণমানুষের নেত্রী হয়ে উঠেছেন। অর্জন করেছেন আস্থা, বিশ্বাস আর ভালোবাসা। অভাবনীয় জনপ্রিয়তা তাকে টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হওয়া একমাত্র নারী রাহেনা বেগম হাছনা। এবার তার নতুন ইতিহাস সৃষ্টির পালা।


প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখায় টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা। 

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি একক প্রার্থী ছিলেন। মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা নিবার্চন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ। রাহেনা বেগম গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক।


টানা চতুর্থবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রয়ায় রাহেনা বেগম হাছনা মঙ্গলবার বিকেলে বলেন, মানুষের সমর্থনে ও চাপে আমি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছি। নির্বাচনে আমার কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এজন্য আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ। বড়লেখাবাসীর প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আমি বড়লেখাবাসীকে উপহার দিলাম। আমি অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম। তাদের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকব। তাদের জন্য কাজ করব। বিশেষ করে সমাজে অবহেলিত নারীদের উন্নয়নে কাজ করব।


জানা গেছে, রাহেনা বেগম হাছনা ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করলেও দলীয় নির্দেশনা অমান্য করে তিনি মনোনয়নপত্র জমা দেন। অবশেষে একক প্রার্থী হওয়ায় টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা।


উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ