বড়লেখায় হাওরাঞ্চলের জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক কর্মশালা
০৫ নভেম্বর, ২০২৪, 10:29 PM
NL24 News
০৫ নভেম্বর, ২০২৪, 10:29 PM
বড়লেখায় হাওরাঞ্চলের জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক কর্মশালা
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক, মসজিদের ইমামসহ ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (মৌলভীবাজার) মো. ফারুক আলম। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বড়লেখা উপজেলা সুপারভাইজার মো. হাবিবুর রহমান।
মঙ্গলবার প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আলম।