মাটিয়ান হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন- এমপি রতন
শওকত হাসান
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 8:49 PM
শওকত হাসান
০৭ ফেব্রুয়ারি, ২০২৩, 8:49 PM
মাটিয়ান হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন- এমপি রতন
শওকত হাসান ।। সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের সব চেয়ে ঝুঁকিপূর্ণ ক্লোজার সহ বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মাটিয়ান হাওরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচনাইল্লা বাঁধ উপ প্রকল্প ৬০,৬১ও ৬২ নং পিআইসি সহ বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।
এসময় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের সোনালি ফসল রক্ষায় শত শত কোটি টাকা বাঁধ মেরামতের জন্য বরাদ্দ দিয়ে থাকেন। কাজেই কৃষকের সোনালি ফসল নিয়ে কোন তালবাহানা চলবেনা। তিনি আরো বলেন, যারা পিআইসি হয়েছেন তাদের নিয়ম মেনে বাঁধ নির্মাণ ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এবং বাঁধ মনিটরিংয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিক মনিটরিং করার নির্দেশ দেন। এতে কোন গাফিলতি পেলে পিআইসি সহ সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবেনা।
বাঁধ পরিদর্শনে সাথে ছিলেন, পাউবোর সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম-আহবায়ক সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমূখ।
বাঁধ পরিদর্শন শেষে বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তাব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।