মৌলভীবাজার-১ আসনে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক সমন্বয়ক কমিটিতে ছাত্রলীগ নেতা নাঈম
আদনান চৌধুরী
২৮ ডিসেম্বর, ২০২৩, 11:34 AM
আদনান চৌধুরী
২৮ ডিসেম্বর, ২০২৩, 11:34 AM
মৌলভীবাজার-১ আসনে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক সমন্বয়ক কমিটিতে ছাত্রলীগ নেতা নাঈম
ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিম সংসদীয় আসন- ২৩৫, মৌলভীবাজার- ০১ গঠন করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্যাডে এ সম্বনয়ক কমিটি গঠন করা হয়। এ পোস্টের পর উপজেলা জুড়ে ছাত্রলীগনেতা মাহফুজ নাঈমকে অভিনন্দন দিয়ে ছাত্রলীগের কর্মীরা পোস্ট করছেন।
মৌলভীবাজার -১ বড়লেখা- জুড়ী সংসদীয় আসনের সমন্বয়ক কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয় বাংলাদেশ ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফাহিম হাসানকে। সমন্বয়ক কমিটির পরবর্তী সংশোধনীয় ২৩ সদস্য বিশিষ্ট সদস্যের তালিকায় ছাত্রলীগনেতা মাহফুজ নাঈম দায়িত্ব পান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শফিউস সামাদ জুয়েল,গিয়াস উদ্দিন,ইমরান হোসেন, কামরুল হাসান, সাকাব নাহিয়ান শ্রাবণ, মাইশা তাসনিম, জয়ন্ত চাষা, নাহিদুল ইসলাম চৌধুরী, মোঃ মোজাহিদুল ইসলাম ইমন, সেলিম ইকরাম মোমশাদ, তায়েব হাসান, এ আর সাজেদ,ছিদ্রাতুল কাদের আবির, আলী হোসেন, মাহফুজ আলম নাইম, আশফাক আহমদ আদনান, জাবের চৌধুরী, আল আমিন খান, মেহরাজ মাহবুব মিরাজ, ইমতিয়াজ শোভন, তানবির আসহাব রিফাত, সাগর চন্দ্র চন্দ, মুহতাদী ইসলাম রুহান।
দায়িত্ব পাওয়ায় এক প্রতিক্রিয়ায় ছাত্রলীগ নেতা মাহফুজ নাঈম বলেন, ছাত্রলীগ একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠনের সাথে আমি জড়িত। নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ১ আসনের নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ছাত্রলীগের সমন্বয়ক কমিটি করা হয়েছে। একসাথে আমরা সবাই সর্বোচ্চ কাজ করে যাব এবং আমাকে মূল্যায়ন করায় কৃতজ্ঞতা জানাই আমার নেতা শাহাব উদ্দিন সাবেল ভাইকে এবং আমাকে মূল্যায়ন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নেতা শ্রদ্ধেয় সাদ্দাম হোসেন ভাই ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে।