রাজনগরে মিলন বখতে্র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মোস্তফা বকস
২০ ডিসেম্বর, ২০২২, 8:47 PM
মোস্তফা বকস
২০ ডিসেম্বর, ২০২২, 8:47 PM
রাজনগরে মিলন বখতে্র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রাজনগর প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখতে্র আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব রাজনগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ শহীদ বকসের কার্যালয়ে মোঃ শহীদ বকসের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজাদ মিয়া চৌধুরী (ইমানী মিয়া), সহ সভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চু, মাহমুদুর রহমান, জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন, সাহেদুজ্জামান আনসারী মনাই, সদস্য আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার মিয়া, উপজেলা ছাত্র লীগের সাংঠনিক সম্পাদক রবিউল হোসেন রবিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌকির আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লব আহমেদ জাঙ্গীর, রাফি আহমেদ, বদরুল হক নাহিদ, তানিম উদ্দিন, রাতুল বকস, জিলানী খান নাইম, সাকিব আহমেদ, শাওন খান, বাবলু মিয়া।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোয়াবুর রহমান।
উল্লেখ্য রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত গত ১৬ ডিসেম্বর দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । বর্তমানে তিনি শংকামুক্ত আছেন।