শ্রীমঙ্গলে উপ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন যারা
রাজেশ ভৌমিক
২৯ জুন, ২০২২, 10:30 PM
রাজেশ ভৌমিক
২৯ জুন, ২০২২, 10:30 PM
শ্রীমঙ্গলে উপ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন যারা
প্রতিনিধি,শ্রীমঙ্গল (মৌলভীবাজার)।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ৬জন প্রার্থী তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা নিজেদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মৌলভীবাজার জেলার নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীরা হলেন- কালিঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কেশব বারই, জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক পরিমল দাশ, ৩ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সোহেল কানু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ।মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলার নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।আগামী ২৭ জুলাই এই উপ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রেই ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা গত বছরের ৯ সেপ্টেম্বর পদত্যাগ করায় পদটি শূন্য হয়।