শ্রীমঙ্গলে গর্ভকালীন নারীদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
৩০ ডিসেম্বর, ২০২৩, 8:38 PM
NL24 News
৩০ ডিসেম্বর, ২০২৩, 8:38 PM
শ্রীমঙ্গলে গর্ভকালীন নারীদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যেগে ‘গর্ভকালীন মায়ের সুস্থতায়, ঝুঁকি প্রতিরোধই মুখ্য উপায়’ গর্ভাবস্থায় করণীয় ও বর্জণীয় আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন ৫২ জন নারীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।
আজ শনিবার(৩০ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগান নাট মন্দিরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রসূতি ও স্ত্রী রোগ চিকিৎসক প্রভাষক ডা. রোকশানা ওয়াহিদ রাহী।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পরাগ বাড়ই, ডা. রোকশানা ওয়াহিদ রাহী, ইউপি সদস্য দয়াল বুনার্জী, খাইছড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ অ্যাসিস্ট্যান্ট মন্টুলাল দাশ রায়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নার্স পূজা সেন। তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রোহিত শর্মা, পুর্ণিমা শর্মা, প্রজ্ঞা পারমিতা চৌধুরী, বাধন আদিত্য, টিপু সরকার, পংকজ বাড়ই, মঞ্জু লালা ও অংকন দেবসহ প্রমুখ।