ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি

#

মোঃ জিতু আহমদ

২০ ডিসেম্বর, ২০২৪,  8:17 AM

news image

ওসমানীনগর প্রতিনিধি :

সিলেটের বালাগঞ্জের বাদেহস্তিদূর গ্রামে এক প্রবাসীর সম্পত্তি দখল করতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ২টার দিকে বাদেহস্তিদূর গ্রামে নিজ বাড়িতে বালাগঞ্জ ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে  প্রবাসী বশির গাজীর পক্ষে জবরুল গাজী লিখিত বক্তব্য পাঠ করে  অভিযোগ করেন।

লিখিত বক্তব্য থেকে জানা যায়, গ্রামের প্রবাসী বশির গাজী, এলাইছ গাজীর বসত বাড়ির ভূমি এস এ ও বিএস রেকর্ডে তাদের মালিকানা রয়েছে। কিন্তু ইদানীং তাদের  হয়রানি করতে ভূমির মালিকানা দাবী করে শাহজাহান গাজী আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলা চলাকালীন অবস্থায় গ্রামের মুরব্বি প্রবাসী আতাউর রহমান তালুকদার এলাকার অন্যান্য মুরব্বিদের সহযোগীতায় উদ্যোগ নিয়ে উভয় পক্ষের লিখিত সম্মতি গ্রহণপূর্বক গ্রাম্য শালিসের মাধ্যমে  যার যার  দলিল,দাগ খতিয়ান  মোতাবেক যায়গা চিহ্নিত করে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নিলে শাহজাহান গাজী তা মানেনি। এরপর শাহজাহান গাজী বালাগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ দিয়ে এবং বহিরাগতদের বাড়িতে এনে তাদেরকে হয়রানি করছেন। 

শাহজাহান গাজী তাদের  ভূমি ছাড়ার জন্য অব্যাহত হুমকি ধমকি দিয়ে আসছেন। এমতাবস্থায় তারা ভয়ে আতংকিত হয়ে শাহজাহান গাজীর মিথ্যা মামলার হয়রানী থেকে রেহাই পেতে এবং বহিরাগতদের আক্রমণ থেকে প্রাণে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহায়তা চান।

গ্রামের মুরব্বি আতাউর রহমান তালুকদার বলেন, আমরা উদ্যোগ নিয়ে তিনশ টাকা মূল্যের স্টাম্পে উভয় পক্ষের দস্তখত নিয়ে বিষয়টি মিমাংসা করার কথা বলেছিলাম, বশির গাজী মানলেও শাহজাহান গাজী তা মানেন নি ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  বাড়ির মালিক বশির গাজী, এলাইছ গাজী, গ্রামের মুরব্বি আতাউর রহমান তালুকদার, মখলুছ গাজী,ইউপি সদস্য সায়েরা বেগম, লয়লুছ গাজী,খলকু মিয়া,শিপন গাজী,রিপন গাজী, আব্দুল মুজিব, শেখ আব্দুস সালিক,ওয়াহাব উল্লাহ,লয়লুছ গাজী,নুরজাহান গাজী, দুলাল গাজী প্রমূখ।

অভিযুক্ত শাহজাহান গাজী বলেন, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা মিথ্যা বানোয়াট।  আমি আদালতে একটি স্বত্ব মামলা করেছি।  বশির গাজী মামলা অমান্য করে বাড়িতে গাছ কেটেছেন।  আমি বাঁধা দিয়েছি। তিনি গুলি ছুঁড়েছেন, আমি আইনের দ্বারস্থ হয়েছি।

বালাগঞ্জ থানার ওসি (তদন্ত)  ফয়েজ আহমদ বলেন,  বশির গাজী ও শাহজাহান গাজীর মধ্যে জমিজমা নিয়ে আদালতে মামলা রয়েছে। জমির মালিকানার বিষয় বিজ্ঞ  আদালত দেখবেন। পুলিশ উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছে, হয়রানি করছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ