ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
ওসমানীনগরে আইএফআইসি গোয়ালাবাজার ব্রাঞ্চের কম্বল বিতরণ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান লাউ চাষ করে লাখপতি জুড়ীর প্রবাস ফেরত সালেহ জুড়ী-কুলাউড়ার শতশিক্ষকের মিলনসভা অনুষ্ঠিত তারেক - জোবাইদাসহ যে ৫ জন‌ খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাবেন জুড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ তাহিরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জুড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম শীতবস্ত্র কোন প্রকার দয়া নয়, তারেক রহমানের উপহার' শ্রীমঙ্গলে- মহসিন মিয়া মধু

সরকারি স্কুলের দপ্তরির বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

#

মনিরুল ইসলাম

২৩ জুন, ২০২২,  12:05 AM

news image

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহারী কর্তৃক দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নির্যাতের অভিযোগ পাওয়া গেছে। মৌখিক অভিযোগে সরেজমিন পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে থানায় লিখিত অভিযোগ গ্রহন করা হয়। কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুরবাড়ি চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

বুধবার (২২জুন) বিকেলে সরজমিনে গেলে স্থানীয় ইউপি সদস্য মামুন আহমেদসহ এলাকাবাসী বলেন, ফুরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালযেল দপ্তরি কাম নৈশ প্রহরী ৪ সন্তানের জনক রমজান মিয়া গত এক সপ্তাহ ধরে এ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী চা শ্রমিক সন্তানকে নানাভাবে যৌন নির্যাতন করে আসছে। প্রথমে ভয়ে ছাত্রীটি কাউকে কিছু বলেনি। পরে মেয়ে অতিষ্ট হয়ে তার মাকে ঘটনাটি জানালে বুধবার তার পরিবার সদস্যরা এ ঘটনার বিচার দাবি করে। 

স্থাণীয় ইউপি সদস্য মামুন আহমেদ সহ এলাকাবাসী বলেন, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানে নতুন লাইন (কাঁঠাল বাড়ীর ) ফারুক মিয়ার ছেলে মো. রমজান মিয়া। সে ৪ সন্তানের জনক। শিশুটি একই বাগানের বাগানের ১ নাম্বার লাইনের আব্দুল গফুরের মেয়ে ৭ বছর বয়সী ছাত্রী দ্বিতীয় শ্রেণীতে পড়ে।  

আলাপকালে নির্যাতিত ছাত্রীর মা আমিরা বেগম জানান,কিছুদিন থেকে তার মেয়ে স্কুল থেকে ফেরার সময় নতুন নতুন কলম, রংপেন্সিল, খাতা ইত্যাদি নিয়ে আসতো। তাকে জিজ্ঞেস করলে,বলতো স্কুলের দপ্তরি রমজান আলী তাকে এসব দিয়েছে। বিষয়টি নিয়ে তখন গভীরভাবে ভাবেননি। বুধবার সকালে নির্যাতিত শিশু তার শরীরের স্পর্শকাতর জায়গায় ব্যথার কথা বলে এবং স্কুলে না যেতে চাওয়া কারনে ঘটনাটি প্রকাশ পায়। আমিরা বেগম আরো বলেন, (শিশুটি) জানায় রমজান আলী বিভিন্ন সময় তার শরীরে স্পর্শ করতো এবং এই কথা পরিবারের কাউকে না জানানোর জন্য কঠিনভাবে ভয় দেখাতো, তার পাশাপাশি তাকে খাতা-কলম ইত্যাদি কিনে দিতো।  

আলাপকালে অভিযুক্ত ফারুক মিয়ার ছেলে রমজান আলীর মোটোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। 

ঘটনার খবর পেয়ে পুলিশ ও কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গেলে উপস্থিত অভিভাবকরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, তিনি সরেজমিন গিয়ে নির্যাতিতা শিশু, তার বাবা-মা ও অভিভাবকদের বক্তব্য গ্রহন করেন। পুলিশি তদন্ত শুরু হচ্ছে শুনে অভিযুক্ত ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম নৈশ প্রহরী পালিয়ে গেছে।

এ বিষয়ে স্কুল সভাপতি ও এ বাগানের ব্যবস্থাপক লুতফুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর ইসলাম তালুকদার বলেন, অভিযোগের সুষ্ঠ তদন্ত হোক তা তিনি চান। আর অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় এখন অভিযোগ লেখা হচ্ছে এটিকে মামলা হিসেবে গ্রহন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ