হেক্সাস জুড়ী ব্রাঞ্চের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
মনিরুল ইসলাম
২১ অক্টোবর, ২০২৩, 11:11 AM
মনিরুল ইসলাম
২১ অক্টোবর, ২০২৩, 11:11 AM
হেক্সাস জুড়ী ব্রাঞ্চের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
মনিরুল ইসলাম: হেক্সাস জুড়ী ব্রাঞ্চের আয়োজনে স্পোকেন ইংলিশ, কিডস ইংলিশ ব্যাচের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার (২০ অক্টোবর) স্থানীয় এক হলরুমে অনুষ্ঠিত হয়।
ব্রাঞ্চের পরিচালক সাইফুজ্জামান শিপলুর সভাপতিত্বে এবং ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মু. সেলিম আহমদ, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, আল-ফালাহ ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক মু. আজিম উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন পরিচালক ও হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম জসীম।