আগামী ৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে মণিপুরী ললিতকলা একাডেমির নান্দনিক ভবন
সাদিকুর রহমান সামু
০৬ নভেম্বর, ২০২২, 10:26 PM
সাদিকুর রহমান সামু
০৬ নভেম্বর, ২০২২, 10:26 PM
আগামী ৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে মণিপুরী ললিতকলা একাডেমির নান্দনিক ভবন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে মণিপুরী ললিতকলা একাডেমির নান্দনিক নবনির্মিত ভবন। কমলগঞ্জ উপজেলার মাধবপুরে প্রায় ১৮ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি ভবনের শুভ উদ্ধোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত এ বিশাল ভবনটির জন্য দীর্ঘদিনের প্রত্যাশা ছিল গোটা উপজেলার বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সাংস্কৃতিমনা সকলের। ভবনটি নির্মাণে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান সহযোগিতা করলেও প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ছিলো স্টারলাইট সার্ভিসেস লিমিটেডে।
মঙ্গলবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ও সাংসদ অসিম কুমার উকিল। এছাড়াও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ আবুল মনসুর, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ।
মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আধুনিক ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি ভবন নির্মিত হয়েছে। নতুন ভবনের কার্যক্রম পুরোদমে শুরু হলে এ এলাকার শিল্প-সংস্কৃতি চর্চা আরও গতিশীল হবে।’