আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য
মোঃ জামাল উদ্দিন
২০ ডিসেম্বর, ২০২৪, 8:14 AM
মোঃ জামাল উদ্দিন
২০ ডিসেম্বর, ২০২৪, 8:14 AM
আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে ২০২১ সালে ১০ জন উদ্যোমী এবং উচ্চ শিক্ষিত যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মাওলানা মনোয়ার হোসেনের অনুপ্রেরণায় প্রতিষ্ঠা লাভ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলীপুর নূরানি একাডেমি।
প্রতিষ্ঠার পর গত বছর ২০২৩ সালে প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আশাতীত সাফল্য অর্জন করে।
তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে নূরানি একাডেমির তৃতীয় শ্রেনির সমাপনী পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থীর মধ্যে (গোল্ডেন এ+) পেয়েছে ৪ জন, (এ+) পেয়েছে ৭ জন, (এ) পেয়েছে ৫ জন, (এ-) পেয়েছে ৩ জন শিক্ষার্থী (পাসের হার ১০০%)।
নুরানী মুআল্লিম ফাউন্ডেশন কর্তৃক তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান প্রথম এবং চতুর্থ স্থানসহ শতভাগ ফলাফল অর্জন করে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পরিচালকমন্ডলীর সভাপতিসহ পরিচালকবৃন্দ।
পাশাপাশি আলীপুর নুরানি একাডেমির সকল শিক্ষক,পরিচালক ও সংশ্লিষ্ট সকলকে এলাকাবাসীরনপক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সফলভাবে উত্তীর্ণ এই কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকগণ দেশ বাসীসহ সকলের নিকট দোয়াপ্রার্থী।
তারা যেন ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে এই শুভ কামনা প্রত্যাশা সকলের নিকট।