ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য

#

মোঃ জামাল উদ্দিন

২০ ডিসেম্বর, ২০২৪,  8:14 AM

news image

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে ২০২১ সালে ১০ জন উদ্যোমী এবং উচ্চ শিক্ষিত যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মাওলানা মনোয়ার হোসেনের অনুপ্রেরণায় প্রতিষ্ঠা লাভ করে  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলীপুর নূরানি একাডেমি।

প্রতিষ্ঠার পর গত বছর ২০২৩ সালে প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আশাতীত সাফল্য অর্জন করে। 

তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে নূরানি একাডেমির  তৃতীয় শ্রেনির সমাপনী পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থীর মধ্যে (গোল্ডেন এ+)  পেয়েছে ৪ জন, (এ+) পেয়েছে ৭ জন, (এ) পেয়েছে ৫ জন, (এ-) পেয়েছে ৩ জন শিক্ষার্থী (পাসের হার ১০০%)। 

নুরানী মুআল্লিম ফাউন্ডেশন কর্তৃক তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান  প্রথম এবং চতুর্থ স্থানসহ শতভাগ ফলাফল অর্জন করে। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পরিচালকমন্ডলীর সভাপতিসহ পরিচালকবৃন্দ। 

পাশাপাশি আলীপুর নুরানি একাডেমির সকল শিক্ষক,পরিচালক ও সংশ্লিষ্ট সকলকে এলাকাবাসীরনপক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

সফলভাবে উত্তীর্ণ এই কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকগণ দেশ বাসীসহ সকলের নিকট দোয়াপ্রার্থী। 


তারা যেন ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে এই শুভ কামনা প্রত্যাশা সকলের নিকট।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ