ইসরাইলে বন্দুকধারীর হামলায় নিহত ৫
৩০ মার্চ, ২০২২, 10:16 AM
NL24 News
৩০ মার্চ, ২০২২, 10:16 AM
ইসরাইলে বন্দুকধারীর হামলায় নিহত ৫
অনলাইন ডেস্ক : ইসরাইলে ভয়ঙ্কর হামলার সর্বশেষ ঘটনা তেলআবিবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন বলে জানান ইসরাইলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা।
ইসরাইলের টেলিভিশন স্টেশনগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি কালো পোশাক পরিহিত এবং তিনি ইসরাইলের বাণিজ্যিক রাজধানীর একটি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তিনি অ্যাসল্ট রাইফেলের দিকে ইঙ্গিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এবং তার পর রাস্তায় ও একটি গাড়িতে থাকা মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি।
ম্যাগেন ডেভিড অ্যাডোম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, ওই দুর্বৃত্তও নিহতে হয়েছেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত সপ্তাহে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেবাতে ছুরিকাঘাত ও গাড়িচাপায় চারজন নিহত হন। পরে একজন পথচারীর গুলিতে তিনিও নিহত হন।
রয়টার্স আরও জানিয়েছে, গত রোববার দক্ষিণ ইসরাইলে একটি ইসরাইল-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময় তেলআবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে হাদেরায় এক আঁততায়ীর গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হন। পর অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে ওই আততায়ীও নিহত হন।