এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের পরীক্ষা উপকরণ বিতরণ
রাজেশ ভৌমিক
১৭ জুন, ২০২২, 3:40 PM
রাজেশ ভৌমিক
১৭ জুন, ২০২২, 3:40 PM
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের পরীক্ষা উপকরণ বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে স্কেল,পেন্সিল,রাবার,কলম,ফাইলসহ পরীক্ষার সময়ে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ ৮নং কালিঘাট ইউনিয়ন শাখার পক্ষ থেকে আজ শুক্রবার (১৭ই জুন) দুপুর ১২টার দিকে কালিঘাট ইউনিয়ন পরিষদ হল রুমে পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রানেশ গোয়ালা চেয়ারম্যান ৮নং কালিঘাট ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রাজু দেব(রিটন) সুদির চাষা অর্থ সম্পাদক আওয়ামী লীগ ৮নং কালীঘাট ইউপি শাখা।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বপন গোয়ালা,প্রিতম বাড়াইক,নেওয়ার রেদোয়ান,ঝলক দাস,জীবন মাঝি,
সবুজ মাহন্তী, সুজন কুমি,বিশ্বজিৎ দোষাদ,সূগম কেওট, সিপন গোয়ালা,পায়েল কালিন্দী,তপন মাঝিসহ এসএসসি পরীক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আনন্দ সিং ও সঞ্চালনায় ছিলেন রিপন মৃর্ধা।
পরীক্ষার্থীরা জানান, এ ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করায় তারা আনন্দিত স্থানীয় ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরীক্ষার্থীরা।ভবিষ্যতেও যেন ৮নং কালীঘাট ইউনিয়ন ছাত্রলীগের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে।