ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

এস ও এস শিশু পল্লী সিলেটের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের খাদ্য সামগ্রী বিতরণ

#

মোঃ জিতু আহমদ

২৭ সেপ্টেম্বর, ২০২২,  8:19 PM

news image
©SYLHETBDNEWS24LIVE

ওসমানীনগর প্রতিনিধি::

করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমন নিয়ন্ত্রণে বিশ^ স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণের পাশাপাশি সরকার ঘোষিত সকল কার্যক্রমের সাথে একাত্বতা পোষণ করে এস ও এস শিশুপল্লী সিলেট দীর্ঘমেয়াদী বিশেষ কার্যক্রমের ধারাবাহিকতায় ওসমানীনগর ও বালাগঞ্জের উপকারভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।   

এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-COVID – 19 Response in Bangladesh”শীর্ষক ১২ মাসব্যাপি ২য় পর্যায়ের সমাপনী কার্যক্রম কর্মসূচীর অংশ হিসেবে ৪৯৮টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৃথক অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন,সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএবি ও মিডিয়া) মো: লুৎফুর রহমান ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজিনা বেগম।  

সোমবার উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রাঙ্গনে আয়োজিত বিতরণপূর্ব সভায় সভাপতিত্ব করেন এস ও এস শিশুপল্লী সিলেটের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। এস ও এস সামাজিক কেন্দ্র সিলেটের ইনচার্জ তানবীর আহমেদের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিনসহ আরও অনেকে।  

বক্তরা বলেন,পিতা-মাতার যত্নবঞ্চিত ও যত্ন হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের পারিবারিক পরিবেশে ও মাতৃস্নেহে লালন-পালন,শিক্ষাদান ও স্বাস্থ্যসহ সার্বিক পরিচর্যার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করণের পাশাপাশি যেকোনো দূযোর্গে অসচ্চল পরিবারের সহাতায় অগ্রণী ভূমিকা পালন করছে এসও এস শিশুপল্লী।করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত উপকারভোগীদের জন্য দীর্ঘমেয়াদী বিশেষ কার্যক্রমের আওতায় খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও গ্রামীন জনপদের অসচ্চল পরিবারের কল্যানে এস ও এস শিশু পল্লী সিলেটের এসব কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল-১০ কেজি, সয়াবিন ২ লিটার,লবণ-০১ কেজি, মসুরডাল-০২ কেজি,আলু-০৫ কেজি,পিঁয়াজ-০১ কেজি,গুড়ো দুধ-২০০ গ্রাম, চিনি- ০১ কেজি, মুড়ি-১ কেজি, এনার্জি বিস্কুট- ২০ প্যাকেট, ডিম-৩০ টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ