ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
মোঃ জিতু আহমদ
০৯ ডিসেম্বর, ২০২৪, 5:58 PM
মোঃ জিতু আহমদ
০৯ ডিসেম্বর, ২০২৪, 5:58 PM
ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
ওসমাননীগর প্রতিনিধি ।। 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতী বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় ওসমানীনগর উপজেলা প্রাশসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে পরিষদের সামনে মানববন্ধন শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো: ছুরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বক্তারা বলেন,দূর্নীতির কারণে বৈষম্যের সৃষ্টি হয়। পরিবার থেকে দূর্নীতি বিরোধী শপথ নিতে হবে- নিজে দূর্নীতি করবো না, অপরকে দূর্নীতি করতে দেব না। তাহলে দূর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। তারুণ্যের শক্তি স্বৈরাচারের পতন ঘটিয়েছে, দুর্নীতিকেও বিদায় করবে।
সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ পারভীন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহীদ হাসান, সহকারী অধ্যাপক পার্থ সারথী, প্রনয় কুমার পাল, প্রভাষক শহীদুল্লাহ, তুতিউর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মতিন,কার্যনির্বাহী সদস্য আবু হানিফা, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মাসুমা আহমেদ লুনা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত,দুর্নতি প্রতিরোধ কমিটির সদস্য রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, শরীফ আহমদ চৌধুরী।