ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

ওসমানীনগরে গোয়ালঘর পুড়ে মরলো ৯টি গরু-ভেড়া: প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

#

মোঃ জিতু আহমদ

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  10:16 PM

news image

ওসমানীনগর প্রতিনিধি ।। সিলেটের ওসমানীনগরে গোয়ালঘরে আগুন লেগে একই পরিবারের ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামের কৃষক নির্মল সুত্রধর প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়ালঘর বন্ধ করে ঘুমিয়ে পরেন। রাত ৩ টার দিকে নির্মল সূত্র ধরের ছেলে নিতেশ সূত্রধর বাইরে এসে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে, আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় তার গোয়াল ঘরে থাকা ৯ টি গবাদি-পশু ৭টি গরু ও ২ ভেড়া পুড়ে মারা যায়।

খবর পেয়ে শনিবার সকাল ১২ টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া,ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 কৃষক নির্মল সুত্রধর বলেন,আমি অনেক কষ্ট করে গরুগুলোকে লালন পালন করেছি। গো খাদ্যের চড়া মূল্য থাকার পরও কিছুটা লাভের আশায় গরুগুলোকে লালন পালন করেছি। আমার কোনো শত্রু নেই।কিভাবে যে কি হলো কিছু বুঝতে পারছি না। কিন্তু গত রাতেই অগ্নিকাণ্ডে আমার ৭টি গরু ও ২টি ভেড়া অগ্নিকান্ডে পুড়ে মারা যায় এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ওসমানীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া বলেন,এখানে বিদ্যুৎতের একটি লাইন থাকার কারণে আমরা ধারনা করছি অগ্নিকান্ডটি বৈদ্যুতিক শটসার্কিট থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক নির্ধারণ করা হচ্ছে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা। 

ওসমানীনগর থানার অফিস ইনচার্জ রাশেদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘটনাটি ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ