ওসমানীনগরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন
মোঃ জিতু আহমদ
০৬ অক্টোবর, ২০২২, 2:02 AM
মোঃ জিতু আহমদ
০৬ অক্টোবর, ২০২২, 2:02 AM
ওসমানীনগরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সম্পন্ন
ওসমানীনগর প্রতিনিধি:
পাঁচ দিনের নানা উৎসবের আমেজ শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।সিলেটের ওসমানীনগর উপজেলার ৩৪ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। ৫ অক্টোবর বুধবার বিকেলে শোভাযাত্রার মধ্য দিয়ে স্থানীয় নদী ও পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন হয়। এ সময় পূণ্যপ্রার্থী নারী-পুরুষ, তরুণ, তরুণী ও শিশুদের ঢল নামে নদী ও পুকুর পাড়ে।
ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল বলেন, শান্তি -শৃঙ্খলা ও উৎসব মুখর পরিবেশে উপজেলার সকল পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। সরকারী নির্দেশনা মেনেই আমার দূর্গা পূজা পালন করেছি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন বলেন “নিরাপত্তা জোরড়ারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল মন্ডপের নিরাপত্তার জন্য ৪ স্থরের রেেয়ছে ছিল। বৃশৃঙ্খলা হয়ান,শান্তিপূর্ণ ভাবে পূজা উৎসব উদযাপন হয়েছে।
এর আগে বিদায়ের সকালে বুধবার সকালে দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন। পাশাপাশি দেবী প্রতিমার হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। এরপর পুষ্পাঞ্জলি দেওয়া হয়।এছাড়া আরাধনা আর সধবা নারীর সিঁদুর খেলার আচারে মুখরিত থাকে প্রতিটি মণ্ডপ।