কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত
৩০ মার্চ, ২০২২, 2:02 PM
NL24 News
৩০ মার্চ, ২০২২, 2:02 PM
কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত
অনলাইন ডেস্ক : মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিল ৮ সেনা নিহত।
নিহত পাকিস্তানি শান্তীরক্ষীরা হলেন-লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলী আওয়ান (পাইলট), মেজর ফাইজান আলী, মেজর মোহাম্মদ সাদ নোমানী (কো পাইলট), নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার), হাবিলদার মোহাম্মদ ইসমাইল (ক্রু চিফ) ও মোহাম্মদ জামিল।
শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে যাওয়া হয়েছে এবং হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন জাতিসংঘে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম।
জাতিসংঘ ও পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কঙ্গোতে একটি অভিযান চালানোর সময় একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।