ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা নারীর বসতঘর ভেঙ্গে দিল প্রতিপক্ষরা

#

সাদিকুর রহমান সামু

১২ অক্টোবর, ২০২২,  5:49 PM

news image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

কমলগঞ্জের অন্তঃসত্ত্বা পারভীন বেগমের বসতঘর ভেঙ্গে দিয়েছে মহিউদ্দিন গংরা। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মামলার হাজিরা দিতে আদালতে গেলে প্রতিপক্ষরা তার বসতঘর ভেঙ্গে ঘুরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

পারভীন বেগম বলেন, মৌরসী সূত্রে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী এলাকায় দক্ষিণের পাহাড় মৌজার খতিয়ান নং ৬০, জেল নং ৪৩ এর এসএ দাগ ১১০২, হাল দাগ ১৮৩৯ ও ১৮৪০ এর ৭ শতক জমির মালিক তিনি। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি তিনি জানতে পারেন তার সেই জমিটুকু গাজি সালাউদ্দিন ইসলামী একাডেমির দখলে রয়েছে। জমি ফিরিয়ে দিতে একাডেমিকে বললে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করেন। পরে গত ৩০ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিলে প্রশাসনের হস্তক্ষেপে সেই তালা খুলে দেওয়া হয়। জমির এই সমস্যা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শালিস বৈঠকে বসার কথা ছিলো। একইদিনে প্রতিপক্ষের দায়েরকৃত মামলার ধার্য্য তারিখও ছিল। মামলায় আদালতে হাজিরা দিতে গেলে প্রতিপক্ষ মহিউদ্দিন আহমদ মুহিত ও তার সহযোগীরা বসতঘর ভেঙ্গে ঘুরিয়ে মালামাল নিয়ে যায়। বুধবার দুপুরে সরজমিন দেখা যায় ভেঙ্গে ফেলা ঘর আবার নির্মাণ করছেন পারভীন বেগম।

অভিযুক্ত শমশেরনগর বাজারের শাপলা টেডার্সের মালিক মহিউদ্দিন আহমদ মুহিত বলেন, ইলালউদ্দিন ও তার স্ত্রী হাসনা আহমেদ এর কাছ থেকে জমি ক্রয় করে জমিতে মাটি ভরাট করে বাউন্ডারি দিয়ে ভোগদখল করছেন। পরে জমির দাগ ভূল হওয়ায় মামলা করে দাগ সংশোধন করে মাপযোগ করে নেন। জমি বিক্রি করতে চাইলে প্রতিপক্ষ পারভীন বেগম জমির মালিকানা দাবি কর তার টিনসেটের ঘরটি দখল করে নেন। তিনি বলেন পারভীন বেগমের দাবীকৃত দাগের জমি গাজি সালাউদ্দিন ইসলামী একাডেমির দখলে রয়েছে। কিন্তু তিনি আমার খরিদা জমি জোরপূর্বক দখলে নিতে চান। এ বিষয়ে গাজি সালাউদ্দিন ইসলামী একাডেমির অধ্যক্ষ আব্দুল অদুদ বলেন, পারভীন বেগমের সাথে প্রতিষ্ঠানের জমি সংক্রান্ত কোনো বিরোধ নেই। জমির দাগ ভূল থাকায় মহিউদ্দিন আহমদ মুহিতের সাথে দলিল মূলে জমি বিনিময় করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ