ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেরা ফ্রিল্যান্সারের স্বীকৃতি পেল ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ পিএসিতে "গোল্ডেন এ প্লাস" বড় হয়ে জাষ্ঠিস হতে চায় সালমান সংবাদ সম্মেলন প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি ওসমানীনগরে বিএনপি নেতা লিলফর বহিষ্কার আলীপুর নূরানি একাডেমির অসাধারণ সাফল্য জুড়ীতে প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টোকে সংবর্ধনা রাজনগরে ঊষা কে,জি স্কুলে মহান বিজয় দিবস পালিত তাহিরপুরে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল নানা আয়োজনে ওসমানীনগরে মহান বিজয় দিবস উদযাপিত

কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক বাছিত আহত, অবস্থা আশঙ্কাজনক

#

সাদিকুর রহমান সামু

১৩ আগস্ট, ২০২২,  8:15 PM

news image
©SYLHETBDNEWS24LIVE

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শনিবার দুপুরে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের উবাহাটা (মাদারিবন) এলাকায় হামলার এ ঘটনা ঘটে। 


সাংবাদিক বাছিতের সাথে থাকা সাংবাদিক আমিনুল ইসলাম হিমেল জানান, মির্তিঙ্গা চা বাগানে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির সংবাদ সংগ্রহ করে কমলগঞ্জ উপজেলা যাচ্ছিলেন। পথে মুন্সীবাজার-কমলগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় পৌঁছলে হেমলেট পড়া তিন মোটরসাইকেল আরোহী তাদের পথ গতিরোধ করে দা বের করলে মোটরসাইকেল ফেলে তারা দুই দিকে পালান। এ সময় সাংবাদিক হিমেল দৌড়ে পালিয়ে গেলেও বাছিত কাঁদায় পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল নিয়ে মুন্সীবাজারের দিকে পালিয়ে যায়। 


পরে স্থানীয়রা গুরুতর আহত সাংবাদিক বাছিতকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে কমলগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা এবং কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান হাসপাতালে ছুটে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখান থেকে দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় জ্ঞান হারান সাংবাদিক বাছিত। তাই বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত হামলার কারণ সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব হয়নি।


ঘটনার পর কমলগঞ্জ থানা পুলিশের ৩টি দল হামলাকারীদের শনাক্ত পূর্বক আটকে মাঠে নামে।


 ওসি ইয়ারদৌস হাসান, ওসি তদন্ত আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের অপর দুটি দল মাঠে কাজ করছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) শহীদুল হক মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের দলের সাথে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকরা রয়েছেন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী দুর্বৃত্তদের শনাক্ত পূর্বক গ্রেফতার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মনিরুল ইসলাম

বার্তা সম্পাদক : মারজান আহমেদ