কুলাউড়ায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২৪
বার্তা সম্পাদক
০২ নভেম্বর, ২০২৪, 6:53 PM
বার্তা সম্পাদক
০২ নভেম্বর, ২০২৪, 6:53 PM
কুলাউড়ায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২৪
মারজান আহমদ ।। "কিশোর কন্ঠ পড়ব জীবনটা কে গড়বো" ফুলের মতো ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো.
এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অনুষ্ঠিত হয়ে গেল কিশোর কন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি প্রকল্প ২০২৪।
২ নভেম্বর ২৪ (শনিবার) সকাল ৯:৩০ মিনিট থেকে একযোগে কুলাউড়া উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা এবং শেষ হয় দুপুর ১২টা ২০ মিনিটে।
পরীক্ষা কেন্দ্র গুলো হলো কুলাউড়া এন সি মডেল উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ উচ্চ বিদ্যালয় রবিবাজার এবং জালালাবাদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণ বাজার।
উক্ত বৃত্তি পরীক্ষায় কুলাউড়া উপজেলার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৫০জন, কুলাউড়া এন সি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৮০০জন ও জালালাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ৫৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
উক্ত পরীক্ষা কেন্দ্র গুলোর দায়িত্বে ছিলেন: আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের হল সুপার তিহান তালুকদার
কুলাউড়া এন সি মডেল উচ্চ বিদ্যালয়ের হল সুপার ফয়সল আহমদ ও জালালাবাদ উচ্চ বিদ্যালয় এর হল সুপার আতিকুর রহমান তারেক।
এছাড়া পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা চেয়ারম্যান, হাফেজ আলম হোসাইন, মৌলভীবাজার জেলার কিশোর কন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা তোফাজ্জল হোসাইন, তরিকুল ইসলাম খান, দিদার হোসাইন ও বেলাল আহমদ চৌধুরী।