কুলাউড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, 10:01 PM
বার্তা সম্পাদক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, 10:01 PM
কুলাউড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মারজান আহমদ ।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে 'কর্মী সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) সকাল ৯ টা থেকে কুলাউড়া পৌর শহরের রবির বাজার রোডের পালকি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ফয়সল আহমদ এর সভাপতিত্বে এবং কুলাউড়া পশ্চিম শাখার সভাপতি আতিকুর রহমান তারেক ও কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি তিহান তালুকদারের যৌথ পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিছবা।
প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল হক মিছবা বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের দীর্ঘ ১৬ বছর যে জুলুম নির্যাতন করা হয়েছে তার বদলা নিতে হবে। তবে সেই বদলা কাউকে আঘাত করে নয় আদর্শিক ভাবে গড়ে উঠে দেশকে গড়ার মাধ্যমে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ছাত্র সমাজের কল্যাণে সামনে থেকে সকল কল্যাণকর কাজে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক কুলাউড়া উপজেলার কৃতি সন্তান ঢাকা পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খান, সাবেক গাজীপুর মহানগরীর সভাপতি জহির উদ্দিন, জেলা সভাপতি আলম হোসাইন, সাবেক জেলা সভাপতি ও জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আব্দুল মুমিত, সাবেক জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা আমীর মাস্টার আবদুল হামিদ খান, শিবিরের সাবেক জেলা সভাপতি আলাউদ্দিন, জেলা সেক্রেটারি মুহাম্মদ নিজাম উদ্দিন, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মুনতাজিম, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, জেলা সাহিত্য সম্পাদক শিবলু আহমদ, সাবেক কুলাউড়া উপজেলা সভাপতি ফয়সল আহমদ, সাবেক উপজেলা সভাপতি এনামুল হক দেলোয়ার, কুলাউড়া কলেজ সভাপতি শাহ আলম, উপজেলা সেক্রেটারি রুহুল আমীন প্রমুখ।