কুলাউড়ায় দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১৭ অক্টোবর, ২০২৪, 2:21 AM
NL24 News
১৭ অক্টোবর, ২০২৪, 2:21 AM
কুলাউড়ায় দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভা হলরুমে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালবেলা কুলাউড়া প্রতিনিধি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান। তিনি বলেন, নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছরে কঠিন ধাপ অতিক্রম করেছে কালবেলা। আশা করি কালবেলা অনেক দূর এগিয়ে যাবে সৃষ্টিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে। কালবেলা সবসময় দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতির সামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। কালবেলা হোক দেশের সব মানুষের। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম,নিউ নেশন প্রতিনিধি মো. মছব্বির আলী, আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বক্স, মানবঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, জনকণ্ঠ প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, ইনকিলাব প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সুহেল,সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তারেক হাসান।
এসময় উপস্থিত ছিলেন আমার সংবাদ প্রতিনিধি এইচ ডি রুবেল, দেশের কণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন,আশিকুল ইসলাম বাবু, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখ্শ পাবেল, সংবাদকর্মী কাওসার আহমদ, ইব্রাহিম আলী, রুহুল আমীন রাজ্জাক, সামসু উদ্দিন বাবু, ময়জুল ইসলাম, রিয়াদ মাহমুদ, শেখ বদরুল হোসেন রানা,আরিফুল ইসলাম, কেফায়েত ইসলাম প্রমুখ।