কুলাউড়ায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা
বার্তা সম্পাদক
০৭ নভেম্বর, ২০২২, 9:39 PM
বার্তা সম্পাদক
০৭ নভেম্বর, ২০২২, 9:39 PM
কুলাউড়ায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
(৭ নভেম্বর) সোমবার কুলাউড়ায় কবিরাজ দেখানোর কথা বলে জয়নাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পূর্ব পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া পার্শ্ববর্তী রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে কুলাউড়া উপজেলার পাঁচপীর জালাই এলাকায় নিয়ে আসে দুই ছেলে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় দেখে জয়নাল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ আরো জানান, হত্যাকারী ওই দুই ছেলেকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, জয়নাল মিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।