গলাচিপায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ
মোঃ মোস্তফা কামাল খাঁন
০৭ মার্চ, ২০২৩, 11:17 PM
মোঃ মোস্তফা কামাল খাঁন
০৭ মার্চ, ২০২৩, 11:17 PM
গলাচিপায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গলাচিপা উপজেলা প্রশাসন ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের শুভ সূচনায় উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, সরকারিভাবে ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও সামাজিক ব্যক্তিবর্গ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯টায় ৭ই মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও শিক্ষার্থীদের কন্ঠে ভাষণ শেষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা সঞ্চালনায়,সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজী আব্দুল মমিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বণিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান ও প্রেসক্লাব সভাপতি, কলামিস্ট মু. খালিদ হোসেন মিলটন প্রমূখ।
আলোচনা শেষে, চিত্রাংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।